রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ বলে রংপুর রাইডার্সের কাছে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এই পরাজয়ের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিপক্ষের একজন ক্রিকেটারের সঙ্গে তর্কে জড়ান। প্রথমে জানা না গেলেও পরবর্তীতে ইংল্যান্ডের তারকা ব্যাটার অ্যালেক্স হেলস এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন হেলস। তবে নিজের শেষ ম্যাচ খেলেই বিদায় নিতে হয়েছে তাকে। বিদায়ের আগে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেন তিনি। হেলস জানান, তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা তিনি লজ্জাজনক বলে মনে করেছেন।
হেলস বলেন, “ম্যাচ হারার পর তামিম খুব হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল, ‘আমি যদি কিছু বলি, সেটা যেন সামনাসামনি বলি।’ অথচ আমি তাকে কিছু বলিনি। এরপর সে ২০২১ সালে আমার নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে ব্যক্তিগতভাবে আক্রমণ করে। এটি অত্যন্ত লজ্জাজনক অভিজ্ঞতা ছিল।”
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের ভাই ও বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল বিষয়টি নিয়ে বলেন, “নিশ্চিতভাবে কিছু একটা বলা হয়েছিল, যে কারণে তামিম এমন প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে এটি খুব গুরুতর কিছু নয়। ম্যাচ হারের পর এমন আবেগপ্রবণতা হতে পারে।”
ম্যাচটিতে শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। বরিশাল জয় নিশ্চিত মনে করলেও রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ৩০ রান তুলে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দেন। এরপরই মাঠ ছাড়ার সময় তামিম ও হেলসের মধ্যে তর্ক হয়। ঘটনা আরও বাড়তে পারত, তবে বরিশাল ও রংপুরের কর্মকর্তারা দুজনকে শান্ত করেন।
বিপিএলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচ শুধু রোমাঞ্চই আনেনি, বরং বিতর্কেরও জন্ম দিয়েছে।