চলমান বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে শীর্ষ অবস্থানে রয়েছে ফরচুন বরিশাল। দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। বরিশাল শিবিরে নতুন যোগ দেওয়া ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান তামিমের নেতৃত্বে মুগ্ধ হয়ে প্রকাশ করেছেন তার অভিজ্ঞতা।
চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘তামিম দারুণভাবে দল পরিচালনা করছেন। খেলোয়াড়দের সঠিক পরিকল্পনা এবং ভূমিকা সম্পর্কে তিনি পরিষ্কার ধারণা দেন। দলের পরিবেশ খুবই ভালো এবং সবাই খুশি। এটি এমন একটি দল যেখানে প্রতিভার অভাব নেই। চট্টগ্রামের কন্ডিশন তামিম ভালো বোঝেন, যা আমাদের জন্য সুবিধা হবে।’
চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ নিয়ে মালান আরও বলেন, ‘চিটাগং কিংস অনেক দর্শকের সমর্থন পেয়েছে এবং তারা দুর্দান্ত খেলছে। তাই আমাদের তাদের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে হবে। দর্শকদের সমর্থন তাদের পক্ষে থাকবে, যা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’
মালান নিজে শুরুতে ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় হতাশ হলেও তিনি বরিশালের বড় স্কোয়াডের কারণ তুলে ধরেন। ‘আমাদের স্কোয়াড অনেক বড়, মনে হয় ৫০ জন খেলোয়াড় আছে! সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া একটু কঠিন। তবে স্থানীয় খেলোয়াড়রা দারুণ ব্যালেন্স আনছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি জানি বেঞ্চে বসে থাকা হতাশাজনক। তবে এটাই বিপিএলের চ্যালেঞ্জ। এখানে একাদশে জায়গা পেতে হলে নিজেকে প্রমাণ করতে হয়। আমি আশা করছি নিয়মিত খেললে দলে আরও ভালো ভূমিকা রাখতে পারব।’
তামিম ইকবালের অধিনায়কত্ব নিয়ে মালানের এমন প্রশংসা শুধু বরিশাল শিবিরেরই নয়, পুরো বিপিএলেই ইতিবাচক প্রভাব ফেলছে।