জাতীয় দলের দীর্ঘ সময়ের বাইরে থাকার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান তিনি। তামিম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, অনেকদিন ধরে এ বিষয় নিয়ে ভাবছিলেন এবং এখন মনে হয়েছে, সময় এসেছে বিদায় নেওয়ার।
তামিম লিখেন, “অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি। আর এই দূরত্ব ঘুচবে না। আমার ক্রিকেট অধ্যায় শেষ হয়ে গেছে।” তিনি আরও বলেন, “আমার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে আমি আমার মনের কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছি।”
তামিম আরও জানান, অনেকেই তার ফিরে আসার জন্য অনুরোধ করেছেন, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল আছেন। তিনি বলেন, “এটা আমার অধিকার, ক্রিকেটে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন পেশাদার ক্রীড়াবিদের নিজস্ব বিষয়।”
তামিম তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভক্তদের হতাশ করার জন্য দুঃখিত বলে জানান। “আমার ছেলে আমাকে আবার দেশের জার্সিতে দেখতে চেয়েছে, কিন্তু আমি তাকে বলেছি, ‘তুমি যখন বড় হবে, তখন বাবাকে বুঝতে পারবে।'”