আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসর নেওয়ার পর আবারও ফিরেছিলেন তামিম ইকবাল। তবে জাতীয় দলে ফেরার পর নিয়মিত খেলার সুযোগ পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তাকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে আজ সিলেটে তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং নির্বাচক হান্নান সরকার।
১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল আইসিসিতে জমা দিতে হবে। তাই তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি এক ভিডিওতে পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে তামিমকে জাতীয় দলের অধ্যায় শেষ বলে মন্তব্য করতে দেখা যায়। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া তামিমকে দলে ফেরাতে বিসিবি এখন নানা আলোচনা চালাচ্ছে। আজকের বৈঠকের মাধ্যমে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।