চলচ্চিত্র জগতের পরিচিত মুখ তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী সম্পর্কে নতুন প্রেমের গুঞ্জন উঠেছে। সম্প্রতি, রাফীর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, তাঁদের মধ্যে সম্পর্কের পুনরুজ্জীবন ঘটেছে। রাফী ও তমা একসাথে কেক কাটেন এবং একটি পার্টি আয়োজন করেন, যেখানে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এরপরেই প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়।
এদিকে, গুজবের জবাব দিতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তমা মির্জা। তিনি এই সম্পর্ককে “বিভ্রান্তিকর” আখ্যা দিয়ে মিডিয়াকে উদ্দেশ্য করে বলেন, “এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। আমি আমার কাজ নিয়ে চিন্তা করি এবং আমার পেশাদারি জীবনটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তমা মির্জার জীবনে কিছু দিন আগে ব্যক্তিগত সমস্যার কারণে বিবাহবিচ্ছেদ ঘটেছিল। তবে সেই সময় থেকেই তিনি ক্যারিয়ারে আরও মনোযোগী হয়েছেন এবং একের পর এক সফল কাজ উপহার দিয়েছেন। ২০১৮ সালে তমা মির্জা ও ব্যবসায়ী হিশাম চিশতীর মধ্যে পরিচয় হলেও পরে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে এবং বিচ্ছেদের পর তমা আবারও নিজের কাজের প্রতি মনোযোগী হন।
এখন, রায়হান রাফীর পরিচালনায় তমা মির্জা বেশ কিছু কাজ করছেন, যার মধ্যে ‘সুড়ঙ্গ’ ছবির ‘ময়না’ চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছে।