ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার রাত থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। পাঁচ দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে এবং পরে ঢাবি উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে তাদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
সাত কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ তাদের অপমান করেছেন। তবে অধ্যাপক মামুন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। তিনি দুঃখ প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সাত কলেজের দাবিগুলো হলো, ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল, শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, এবং ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করা। সোমবার দুপুরে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।