ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি এই পরিস্থিতির জন্য সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশিদের ব্যক্তিগত রেষারেষিকে দায়ী করেছেন।
নাছির দাবি করেন, সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করা ছিল হাসিনার সরকারের একটি হঠকারী সিদ্ধান্ত। তিনি সব পক্ষকে শান্তি বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।