ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছেন। মাগুরার শিশু আসিয়াসহ বিভিন্ন ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় তার ব্যর্থতার প্রতিবাদ হিসেবে শিক্ষার্থীরা এই দাবি তুলেছেন।
রোববার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা ধর্ষকদের কঠোর শাস্তি দাবি করে এবং “দফা এক দাবি এক উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ” স্লোগান দেন। একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন এবং ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং ধর্ষণের মতো অপরাধের যথাযথ শাস্তি প্রদান করতে পারেননি। আন্দোলনের নেতা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “বিচারহীনতার সংস্কৃতি দেশে চলতে দেওয়া যায় না, স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে পারেননি।”