আজ সকাল ১০টা ৩২ মিনিটে ঢাকা এবং দেশের বিভিন্ন অংশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হোমালিন, যা ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে অবস্থিত। এর প্রভাবে রাজধানী ঢাকা, সিলেট এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি মিয়ানমারের সীমান্ত অঞ্চলে ঘটলেও এর প্রভাব বাংলাদেশে যথেষ্ট অনুভূত হয়েছে।