বাংলাদেশের ব্যাংকগুলোর মোট আমানতের অর্ধেকেরও বেশি ঢাকার মধ্যে জমা রয়েছে। দেশের মোট ব্যাংক আমানতের পরিমাণ ১৮ লাখ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে, যার ৫২ শতাংশ বা ৯ লাখ ৪১ হাজার কোটি টাকা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় জমা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে, যেখানে ব্যাংকের আমানত হিসাব জেলা ও থানার ভিত্তিতে ভাগ করা হয়েছে।
ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি আমানত রয়েছে মতিঝিল এলাকায়, যেখানে গ্রাহকদের জমা প্রায় ২ লাখ কোটি টাকা। মতিঝিলের পরেই গুলশান এলাকায় আমানতের পরিমাণ বেশি, যেখানে জমা হয়েছে ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা। এটি দেশের মোট আমানতের ৯.৭ শতাংশ। মতিঝিলের বিশাল আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিতি থাকলেও, গত কয়েক বছরে বেসরকারি ব্যাংকগুলো তাদের প্রধান কার্যালয় গুলশানে স্থানান্তর করেছে, যার ফলে গুলশানে জমা আমানত বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও, বনানী, ধানমন্ডি, পল্টন এবং তেজগাঁও এলাকার ব্যাংক গ্রাহকদের জমা আমানতও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এসব এলাকাগুলোর মধ্যে বনানী এবং ধানমন্ডি বিশেষত অভিজাত এলাকা হওয়ায় এখানকার আমানতও যথেষ্ট বেশি।
এদিকে, ঢাকা জেলার মধ্যে সবচেয়ে কম আমানত রয়েছে ভাষানটেক, গেন্ডারিয়া, উত্তরখান, কামরাঙ্গীরচর, এবং মুগদা এলাকায়। ভাষানটেকের গ্রাহকদের জমা পরিমাণ ছিল মাত্র ২৪০ কোটি টাকা, যা অন্য এলাকার তুলনায় অনেক কম।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা অঞ্চলে যেখানে বাণিজ্যিক কার্যক্রম বেশি, সেখানে ব্যাংক আমানতও বেশি। বাণিজ্যিক কার্যক্রমের ঘাটতি যেসব এলাকায় রয়েছে, সেখানে আমানতের পরিমাণও কম।