বিশ্বের বায়ুদূষণের তালিকায় দক্ষিণ এশিয়ার শহরগুলোই বরাবর শীর্ষে থাকে, এবং সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী ঢাকা আবারও সেই তালিকায় স্থান পেয়েছে।
বিশ্ববিখ্যাত বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ (৯ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বায়ু মান স্কোর ছিল ১৮৮, যা স্বাস্থ্যবিধির জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। শীতকাল আসতেই ঢাকার বাতাস আরও বিপজ্জনক হয়ে ওঠে, বিশেষ করে বায়ু দূষণ রেকর্ডের ভিত্তিতে ঢাকার অবস্থান বর্তমানে পঞ্চম।
শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে স্কোর ৩৮০, এরপর ভারতের দিল্লি (৩৩৪), উগান্ডার কাম্পালা (১৯৯), এবং ভিয়েতনামের হ্যানয় (১৮৯) রয়েছে।
আইকিউএয়ার-এর লাইভ সূচক বিশ্বব্যাপী বিভিন্ন শহরের বায়ু মান পর্যবেক্ষণ করে এবং এটি মানুষের জন্য সতর্কতা হিসেবে কাজ করে, যাতে তারা দূষিত বাতাস সম্পর্কে জানে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে পারে।