ঢাকায় ৩১ ডিসেম্বর রাত ১২টার পর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর সময় দুই শিশু দগ্ধ হয়। ধানমন্ডি ও মগবাজার এলাকায় উৎসবের মাঝে একটি ফানুসে আগুন লেগে অগ্নিকাণ্ড ঘটে, তবে স্থানীয়রা তা নিয়ন্ত্রণ করে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক করলেও আতশবাজি ও পটকা ফোটানো থেমে না।