বিপিএলের চলমান আসরে টানা পাঁচ ম্যাচে হারার পর অবশেষে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করে জাকির হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেটের জয় নিশ্চিত করেছে তারা। অন্যদিকে, এই হার ঢাকার জন্য টানা ষষ্ঠ পরাজয়ের সাক্ষী হলো।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ঢাকার দল। ওপেনার লিটন দাস দলে ফিরে বিধ্বংসী ব্যাটিং করে ৪৩ বলে ৭৩ রান করেন। তার সঙ্গী মুনিম শাহরিয়ার করেন ৪৭ বলে ৫২ রান। সাব্বির রহমান (১০ বলে ২৩) এবং থিসারা পেরেরা (৯ বলে ১৮) ছোট ইনিংস খেলে দলের স্কোর নিয়ে যান ১৯৩ রানে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই কর্নওয়াল আউট হয়ে যাওয়ায় শুরুটা ধাক্কা খায় সিলেটের। তবে ওপেনার জাকির হাসান ২৭ বলে ৫৮ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন। তার ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ৩টি ছক্কা। জাকিরের সঙ্গে ছোট ছোট অবদান রাখেন রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলি (১৭ বলে ২৪), এবং আরিফুল হক (১৫ বলে ২৮)। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে সিলেট।
ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন ফরমানউল্লাহ ও শুভাম রঞ্জন। তবে তাদের বোলিং যথেষ্ট ছিল না সিলেটের ব্যাটারদের জয় রুখতে।
এই জয়ের মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স চলতি আসরে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিলেও ঢাকার হতাশার ধারা অব্যাহত থাকলো।