মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চীনের পণ্যে পাল্টা শুল্ক আরোপের বিষয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। গত শুক্রবার এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়ে দিয়েছেন, ভারত যেমন শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্রও তেমনি পাল্টা শুল্ক আরোপ করবে। ট্রাম্প আরও বলেন, এত দিন পাল্টা শুল্ক আরোপ করা হয়নি, কিন্তু এখন ট্রাম্প প্রশাসন প্রস্তুত রয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য।
সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুটি দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। বাণিজ্য পরামর্শক সংস্থা জিটিআরআইয়ের মতে, পূর্ণাঙ্গ চুক্তির পরিবর্তে শুল্ক ব্যবস্থা পরিবর্তন করা উচিত। ভারত কিছু পণ্য থেকে শুল্ক শূন্য করলেও যুক্তরাষ্ট্রকেও একই ধরনের পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করা উচিত।
এদিকে, ভারতের শুল্ক কমানো উচিত বলে মন্তব্য করেছেন নীতি আয়োগের প্রধান নির্বাহী বিভিআর সুব্রামানিয়াম। তবে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল দাবি করেছেন, দুই দেশের মধ্যে ঘোষিত চুক্তি হবে “মাদার অব অল ডিলস।”
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস এবং গোল্ডম্যান স্যাক্সের মতে, ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব ভারতীয় অর্থনীতিতে কিছুটা হলেও পড়তে পারে। তবে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বলছে, ভারতের অভ্যন্তরীণ চাহিদা বেশি হওয়ায় এর ফলাফল গুরুতর হবে না।