ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতায় জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বালক দল। সোমবার প্রথম ম্যাচে তারা ২-১ ব্যবধানে প্যাসিফিক ওশানিয়া দলকে পরাজিত করে।
এবারের প্রতিযোগিতায় এশিয়া ও ওশানিয়ার ২১টি দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, কুয়েত, কম্বোডিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, ভিয়েতনাম, লেবানন ও লাওস।
বাংলাদেশের হয়ে প্রথম এককে কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে প্যাসিফিক ওশানিয়ার সেকাল্ট মাতাইহুকে পরাজিত করেন। তবে দ্বিতীয় এককে তানভির মুন তুষার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৬-৩, ৫-৭, ২-৬ গেমে অস্টিন কেনির কাছে হার মানেন, ফলে ম্যাচে ১-১ সমতা আসে।
শেষ পর্যন্ত দ্বৈত ম্যাচে কাব্য গায়েন ও মো. রাজিবের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ৬-২, ৬-২ গেমে জয় তুলে নেয়। ফলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে শুভ সূচনা করে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের সদস্যরা হলেন বিকেএসপির কাব্য গায়েন, তানভির মুন তুষার ও জাতীয় টেনিস কমপ্লেক্সের মো. রাজিব। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাকসুদুল করিম (রুম্মান)।