ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দিনেই ঘটে বিতর্কিত এক রান আউটের ঘটনা। বিকেএসপিতে অনুষ্ঠিত রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে এই বিতর্ক দেখা দেয়, যার পরিণতিতে প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে শাস্তির সম্মুখীন হতে হয়েছে।
রূপগঞ্জের দেওয়া ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে প্রাইম ব্যাংক। দলীয় ৭ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। এমন অবস্থায় শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ব্যাট করছিলেন অধিনায়ক ইরফান শুক্কুর। ২৩ রানের মাথায় এক্সট্রা কাভার অঞ্চলে বল ঠেলে রান নিতে যান তিনি, কিন্তু রান আউটের শিকার হন। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন শুক্কুর, পরে কোচ তালহা জুবায়েরও মাঠে প্রবেশ করে ম্যাচ রেফারির সঙ্গে আলোচনায় জড়ান। ফলে খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে।
শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে ডাগআউটে ফিরতে বাধ্য হন শুক্কুর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রাইম ব্যাংকের কোচ ও অধিনায়ককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ম্যানেজার দেব চৌধুরীকেও সমপরিমাণ জরিমানা গুনতে হয়।
শুধু জরিমানাই নয়, শুক্কুরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আগে থেকেই তার নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্ট থাকায় মোট ৪ হয়ে যাওয়ায় পরবর্তী ম্যাচে খেলার সুযোগ হারিয়েছেন তিনি।
প্রাইম ব্যাংকের হয়ে পরবর্তী ম্যাচে কে নেতৃত্ব দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কোচ তালহা জুবায়ের। তবে জাকির হাসান অথবা নাঈম শেখের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন অধিনায়ক হতে পারেন বলে আভাস দিয়েছেন তিনি।