অলিম্পিক স্টেডিয়ামে দর্শকরা ভিড় জমিয়েছিলেন ম্যাচ উপভোগের আশায়। তবে খেলা শুরুর আগে গ্যালারিতে ছড়িয়ে পড়ে স্তব্ধতা। নির্ধারিত সময়ের প্রায় কাছাকাছি চলে এলেও কোনো দল ওয়ার্মআপের জন্য মাঠে নামেনি, যা সবাইকে অবাক করে দেয়।
ঠিক ম্যাচ শুরুর ২০ মিনিট আগে স্টেডিয়ামের স্ক্রিনে ভেসে ওঠে একটি শোকবার্তা—বার্সেলোনার প্রধান চিকিৎসক চার্লস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে ম্যাচটি স্থগিত করা হয়েছে। ৫৩ বছর বয়সী এই চিকিৎসক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০১৭ সালে বার্সেলোনার সঙ্গে যুক্ত হওয়া মিনারো গার্সিয়া ফুটসাল দলের চিকিৎসক হিসেবে কাজ করলেও গত মৌসুমে মূল দলের প্রধান চিকিৎসকের দায়িত্ব পান। তার অকাল প্রয়াণে ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়, ‘ডাক্তার চার্লস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ওসাসুনার বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময়ে নতুন সূচি ঘোষণা করা হবে।’
ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, ‘বার্সেলোনার বোর্ড পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।’
এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রীড়াপ্রেমীরা সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন, আর বার্সেলোনা শিবির শোকাচ্ছন্ন হয়ে পড়েছে।