ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাসায় ডাকাতদের গুলিতে আহত হন তিনি। একই ঘটনায় তার স্ত্রী ও মা-ও গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।
তপু খানের বরাত দিয়ে জানা যায়, ভোরের দিকে কয়েকজন ডাকাত আজাদের বাসার রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গেলে ডাকাতরা তাদের আক্রমণ করে। এ সময় আজাদের স্ত্রী মাথায় এবং তার মা পায়ে গুরুতর আঘাত পান। চলে যাওয়ার সময় ডাকাতরা আজাদের পায়ে তিনটি গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর আহত তিনজনকেই দ্রুত রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজাদের জ্ঞান ফিরেছে, তবে তার স্ত্রী ও মায়ের অবস্থা এখনো সংকটাপন্ন।
এ ঘটনার পরও এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।