তিন মাস আগে বিশ্বকাপে ক্যারিবীয় নারীদের কাছে ৮ উইকেটে হারের দুঃসহ স্মৃতি আবারও মনে করিয়ে দিলেন ডিয়ান্দ্রা ডটিন। সেই একই দলের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল আজও জয় পেল না। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছিল নিগার সুলতানার দল। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের হারের বৃত্ত ভাঙা সম্ভব হয়নি।
সেন্ট কিটসের প্রথম ম্যাচে ১৪৪ রানের লক্ষ্য দিলেও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন ৫৭ রানের ইনিংস। শারমিন আক্তার করেন ৩৭ রান। এই দুই ব্যাটারের ৬২ বলে ৮২ রানের জুটিতে দলীয় স্কোর ১৪০ অতিক্রম করে।
কিন্তু রান তাড়ায় ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ছিল অনবদ্য। কিয়ানা জোসেফ (২১ বলে ২৯) ও হেইল ম্যাথুস (৫৪ বলে অপরাজিত ৬০) ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। ফাহিমা খাতুন একপর্যায়ে দুই উইকেট নিয়ে কিছুটা চাপ সৃষ্টি করলেও ডটিনের বিধ্বংসী ব্যাটিংয়ে সব সমীকরণ উল্টে যায়।
ডটিন মাত্র ২২ বলে ৭টি ছক্কার সাহায্যে ৫১ রান করেন। ২১ বলে ফিফটি করে তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। তার মারমুখী ইনিংসের কল্যাণে ১৭তম ওভারেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি শনিবার ভোরে অনুষ্ঠিত হবে। টাইগ্রেসদের পক্ষে সিরিজে ফিরে আসা কতটা সম্ভব, তা দেখার অপেক্ষা।