মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি দফতর মঙ্গলবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানায়।
লিন্ডা ফাগান ছিলেন মার্কিন সশস্ত্র বাহিনীর প্রথম নারী প্রধান। ২০২১ সালে জো বাইডেন তাকে কোস্টগার্ডের নেতৃত্বে নিয়োগ করেছিলেন। তবে, হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান জানিয়েছেন যে, ফাগানকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে তার নেতৃত্বের ঘাটতি, কার্যক্রমে ব্যর্থতা এবং মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্য পূরণে অক্ষমতার কারণে।
একটি সূত্র জানিয়েছে যে, ফাগান তার দায়িত্বে থাকা অবস্থায় বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতির প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়েছেন, যা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ছিল।