যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সৌদি আরবের। যুবরাজ বাণিজ্য বৃদ্ধির বিষয়েও কথা বলেন।
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঐতিহাসিক এবং ট্রাম্প প্রথম দফার শাসনামলে সৌদির সঙ্গে নিরাপত্তা ও জ্বালানি অংশীদারিত্ব বাড়িয়েছিলেন। তবে ২০১৯ সালে সৌদি আরবে হামলার পর সম্পর্ক কিছুটা টানাপোড়েনে পড়লেও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে।