ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। খামেনি বলেন, ট্রাম্পের মতো ‘গুন্ডামি’ করে বেড়ানো শক্তিগুলোর পক্ষ থেকে আলোচনার আহ্বান কোনো সমাধান নয়, বরং এটি ইরানের ওপর শর্ত চাপানোর চেষ্টার অংশ। শনিবার তেহরানে দেওয়া এক বক্তব্যে খামেনি ট্রাম্পের তর্জন-গর্জন হাওয়ায় উড়িয়ে দেন।
ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন এবং ইরানকে আলোচনায় বসার আহ্বান জানান। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমাধান নয়, বরং তারা ইরানের প্রতিরক্ষা শক্তি এবং আন্তর্জাতিক অবস্থানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, যা ইরান কখনো মেনে নেবে না।
এদিকে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, তবে পারস্য উপসাগরীয় দেশগুলো ৩ দিনের মধ্যে পানিশূন্য হয়ে যাবে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, এমন হামলা হলে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হবে এবং গোটা উপসাগরের পানি দূষিত হয়ে যাবে।