জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এ মামলাগুলো মূলত ডেমোক্রেটিক পার্টি শক্তিশালী এমন অঙ্গরাজ্যগুলো থেকেই করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা ম্যাসাচুসেটস ফেডারেল আদালতে এ আদেশের বিরুদ্ধে আবেদন করেন। তার সঙ্গে আরও ২১টি অঙ্গরাজ্যের আইন কর্মকর্তারাও এই আবেদন স্বাক্ষর করেছেন। এক বিবৃতিতে রব বন্টা বলেন, “এই নির্বাহী আদেশ অসাংবিধানিক এবং এটি প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার। আমরা এ আদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব এবং এটি বাতিলের জন্য আদালতের হস্তক্ষেপ চাই।”
ট্রাম্পের আদেশ অনুযায়ী, অবৈধ অভিবাসীর সন্তানদের আর মার্কিন নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি বৈধ অভিবাসীদের মধ্যে যদি কেউ স্থায়ী বাসিন্দা না হন, তাহলে তাদের সন্তানও নাগরিকত্ব পাবে না। এ সিদ্ধান্ত শিক্ষার্থী, ওয়ার্ক, বা পর্যটন ভিসাধারীদের সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আদেশটি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।
তবে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটির ভূখণ্ডে জন্মগ্রহণ করা প্রতিটি শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে। ১৫০ বছর আগে দাসত্বের অবসান ঘটাতে এবং আফ্রিকান দাসদের সন্তানদের নাগরিকত্ব দিতে এই আইন প্রণয়ন করা হয়েছিল।
আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং এটি বাস্তবায়নে বড় ধরনের আইনি বাধার মুখে পড়তে পারে।