মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছেন। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধবিরতির আলোচনায় ট্রাম্প তার সুর খানিকটা নরম করেছেন, তবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে তিনি কোনো দৃঢ় প্রতিশ্রুতি দিতে রাজি হননি।
ইউক্রেনের নিরাপত্তার জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠানো এবং নিরাপত্তার নিশ্চয়তা দিতে যুক্তরাজ্য ও ফ্রান্স চাপ তৈরি করলেও, ট্রাম্প এই বিষয়ে অগ্রসর হতে অস্বীকার করেন। তিনি বলেন, “আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে রাশিয়া-ইউক্রেন চুক্তি।” ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো রক্ষাকবচ ছাড়া যুদ্ধবিরতির বিষয়ে তিনি সতর্ক করে দেন, “এতে রাশিয়া আবার যুদ্ধ শুরু করতে পারে।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের কাছে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে কোনো আশ্বাস না পেয়ে শূন্য হাতে ওয়াশিংটন ত্যাগ করেন। ট্রাম্প অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি তার শ্রদ্ধার কথা জানিয়ে বলেন, “তাঁর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।”