ফিলিস্তিনের গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে বাসিন্দাদের অন্য দেশে পাঠানোর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ হিসেবে আখ্যায়িত করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। গত রোববার এক নির্বাচনী বিতর্কে শলৎজ বলেন, গাজার জনগণকে স্থানান্তর করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য। তিনি এ প্রস্তাবকে একটি ‘ভয়ানক অভিব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মধ্যডান ফ্রেডরিক মার্জও ট্রাম্পের প্রস্তাবের প্রতি অস্বস্তি প্রকাশ করেছেন, তবে তিনি মনে করেন, এতে ‘অনেক বাগাড়ম্বর’ থাকতে পারে। শলৎজ মিসর ও জর্ডানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।