যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় ব্যতিক্রমী এক রায় দিয়েছেন নিউইয়র্ক আদালত। আদালত তাঁকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন মুক্তি প্রদান করেছে। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্পকে এই মামলায় সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারতো, তবে আদালত এমন একটি রায় দেয়, যেখানে তাকে দোষী সাব্যস্ত করা হলেও কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গোপন রাখতে তিনি ঘুষ দিয়েছিলেন। এই মামলায় ট্রাম্পকে গত বছর দোষী সাব্যস্ত করা হয় এবং আজকের রায়ে তাকে শর্তহীন মুক্তি দেওয়া হয়।
এই রায়টি যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে বিরল বলে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের আইনজীবীরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে আপিল করেছিলেন, তবে তা খারিজ করে দেওয়া হয়। আদালতের বাইরে ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা জমায়েত হয়ে এই রায়ের প্রতিবাদ বা সমর্থন জানান।