টেস্ট ক্রিকেটের নতুন দ্বি-স্তরী কাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনটি দেশের কিংবদন্তি ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং, শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ এই নিয়মের কঠোর সমালোচনা করেছেন। নতুন নিয়মে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা প্রথম স্তরে থাকলেও, ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী হোল্ডিংয়ের ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় স্তরে পড়েছে।
গ্রায়েম স্মিথ সরাসরি বলেছেন, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শীর্ষ তিন দেশের প্রভাবের কারণে এই দ্বি-স্তরী কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে, যা শুধুমাত্র তাদের সিরিজ বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। স্মিথের মতে, এর ফলে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো দুর্বল হয়ে পড়বে।
অর্জুনা রানাতুঙ্গা এই প্রক্রিয়াকে আর্থিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা করে বলেছেন, খেলাধুলার উদ্দেশ্য শুধু লাভের জন্য নয়, বরং খেলাটি বাঁচিয়ে রাখা প্রয়োজন। মাইকেল হোল্ডিংও আইসিসির দুর্বলতা তুলে ধরে বলেছেন, ক্রিকেট পরিচালনায় ফিফার মতো শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত আইসিসির।