ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন স্যাম কনস্টাস। আক্রমণাত্মক ব্যাটিং কৌশলে মুগ্ধ করেছেন ক্রিকেটপ্রেমীদের। তবে রিকি পন্টিং মনে করেন, এই বেপরোয়া ব্যাটিং কনস্টাসের দীর্ঘমেয়াদি সাফল্যের পথে বাধা হতে পারে।
মেলবোর্নে অভিষেক ইনিংসে কনস্টাস করেন ৬০ রান। জাসপ্রিত বুমরাহের মতো বিশ্বমানের পেসারের বিপক্ষে নতুন বলে আক্রমণাত্মক শটের প্রদর্শনী দেখান এই অস্ট্রেলিয়ান ওপেনার। স্কুপ, রিভার্স স্কুপ ও র্যাম্প শট খেলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি। তবে এসব শটের পেছনে তার ডিফেন্সের দুর্বলতাই কাজ করেছে বলে মনে করেন পন্টিং।
আইসিসি রিভিউয়ে পন্টিং বলেন, ‘কনস্টাসের ব্যাটিং দেখে মনে হয়েছে, সে নিজের রক্ষণাত্মক কৌশলে আত্মবিশ্বাসী নয়। তাই ঝুঁকি নিয়ে স্কুপ ও র্যাম্প শট খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে এভাবে সবসময় টিকে থাকা সম্ভব নয়। তাকে নিজের মনোভাব বদলাতে হবে।’
পন্টিং আরও বলেন, কনস্টাসের সতীর্থরাও হয়তো তার এমন ব্যাটিং কৌশলের জন্য প্রস্তুত ছিল না। ‘শেফিল্ড শিল্ডে সে এভাবে খেলে না। তবে ভারতের বিপক্ষে তার আক্রমণাত্মক শুরু প্রতিপক্ষকে কিছুটা অপ্রস্তুত করে ফেলেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলারদের বিপক্ষে রান করতে হলে রক্ষণকে শক্তিশালী করে সঠিক কৌশল খুঁজে নিতে হবে।’
পন্টিংয়ের মতে, টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে হলে রক্ষণমূলক ব্যাটিংয়ে আত্মবিশ্বাস বাড়ানো এবং পরিস্থিতি বুঝে ব্যাটিং কৌশল বদলানোই হবে কনস্টাসের টিকে থাকার চাবিকাঠি।