বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তাঁর আইনজীবীরা জানিয়েছে, অভিযোগগুলো “মিথ্যা এবং হয়রানিমূলক” এবং এগুলো গণমাধ্যমে প্রচারিত হলেও তিনি কখনো আনুষ্ঠানিকভাবে কোন তদন্তকারীর কাছে জানানো হয়নি।
টিউলিপ সিদ্দিক জানুয়ারিতে লেবার মন্ত্রিসভার পদ থেকে পদত্যাগ করেন, যেখানে তিনি যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি মোকাবিলায় কাজ করতেন। তার পদত্যাগের পর, দুদকের পক্ষ থেকে এক চিঠিতে বলা হয়েছে যে, তিনি আওয়ামী লীগের দুর্নীতি থেকে উপকৃত হয়েছেন এবং তাঁর শাসনামলে অজ্ঞতার দাবি বিশ্বাসযোগ্য নয়।
তিনি অভিযোগ করেছেন যে, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে রূপপুর বিদ্যুৎকেন্দ্র চুক্তিতে তার কোনো জড়িত ছিল না, যদিও তাতে তার উপস্থিতি ছিল। তবে, দুদক এই অভিযোগগুলোর ভিত্তিতে প্রশ্ন তুলেছে এবং চিঠিতে বলা হয়েছে যে, টিউলিপের দাবি “সত্য নয়” এবং তার বিরুদ্ধে এগুলো “মিথ্যা ও হয়রানিমূলক” প্রচারণা।
এদিকে, সিদ্দিকের আইনজীবীরা দাবি করেছেন যে, তিনি সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগে কোনো সত্যতা নেই। দুদকও তাদের পক্ষ থেকে যথাযথ প্রমাণ সংগ্রহের জন্য চিঠি পাঠানোর কথা জানিয়েছে।