বলিউডের প্রখ্যাত অভিনেত্রী টাবু সম্প্রতি একটি মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন। তার বক্তব্যটি এমনভাবে প্রচারিত হয়েছে, যা তাকে বড় ধরনের সমালোচনার সম্মুখীন করেছে। টাবু দাবি করেছেন, তার কথাগুলো সঠিকভাবে প্রকাশিত হয়নি এবং সংবাদমাধ্যমের পক্ষ থেকে সেটা বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে, যার ফলে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এমনকি টাবু সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাদের কাছ থেকে নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন। সম্প্রতি অক্ষয় কুমারের ছবি ‘ভূত বাংলা’তে যোগ দেওয়া এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে ২০২৪ সালে তার অভিনীত ‘ক্রিউ’ ছবির প্রচারের সময় বিয়ের বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “বিয়েতে বিশ্বাসী নই, পুরুষ শুধুমাত্র শয্যাসঙ্গীর প্রয়োজনেই।”
এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর টাবুকে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে। নেটিজেনরা তাকে নানা ধরনের মন্তব্যে আক্রমণ করেছেন। তার পরিপ্রেক্ষিতে টাবু আবারও দাবি করেছেন, সংবাদমাধ্যমই তার ভাবমূর্তিতে আঘাত করতে এই খবরটি প্রচার করেছে এবং তিনি এমন কিছু বলেননি।