জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল প্রমাণ করে দিলেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। বিকেএসপির মাঠে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে নিজের ফর্মের জানান দিলেন মোহামেডান অধিনায়ক। আগের ম্যাচে পারটেক্স স্পোর্টিংয়ের বিপক্ষে ১১২ বলে ১২৫* রানের দুর্দান্ত ইনিংস খেলা তামিম আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেললেন ১০৫ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটিং নৈপুণ্যে মোহামেডান ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে।
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের বোলাররা দারুণ পারফরম্যান্স করেছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছিলেন দুর্দান্ত, মাত্র ৩১ রানে ৪টি উইকেট তুলে নিয়েছেন তিনি। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ২টি এবং পেসার আবু হায়দার রনি ৩টি উইকেট দখল করেন। ফলে ব্রাদার্স ইউনিয়ন ১৮৭ রানেই গুটিয়ে যায়।
ব্রাদার্সের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না, যিনি ৫৯ বলে ৪৩ রান করেন। তরুণ আইচ মোল্লা ৫৫ বলে ৩২ রান করলেও বাকিরা তেমন কোনো অবদান রাখতে পারেননি।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মেহেদী হাসান মিরাজ মাত্র ২ রান করেই আউট হয়ে যান। তবে তামিম ইকবাল ছিলেন অবিচল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯৬ বলে ১০৫ রান করেন তিনি, যেখানে ছিল ৯টি চারের পাশাপাশি ৪টি বিশাল ছক্কা।
তার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে তিনিও জয়ের নায়ক হয়ে ওঠেন। দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১০১ বল হাতে রেখেই মোহামেডান সহজ জয় নিশ্চিত করে।
চৈত্রের তীব্র গরমেও বিকেএসপির মাঠে স্বচ্ছন্দ্য ব্যাটিং করেছেন তামিম। তার টানা দ্বিতীয় সেঞ্চুরি যেন স্পষ্ট বার্তা দিল, অভিজ্ঞ এই ওপেনারের ব্যাট এখনো থামেনি!