বিপিএলে টানা চার ম্যাচে হেরে বিপর্যস্ত শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। সবশেষ রংপুর রাইডার্সের বিপক্ষেও হারের পর হতাশা প্রকাশ করেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
সংবাদ সম্মেলনে মোসাদ্দেক জানান, মোমেন্টামের অভাবে দল ভালো খেলতে পারছে না। তিনি বলেন, “একটা ম্যাচ জিতলে হয়তো দল ঘুরে দাঁড়াবে। ফ্র্যাঞ্চাইজি লিগে মোমেন্টামটাই আসল।”
ঢাকার কম রানের ব্যাটিং নিয়ে তিনি বলেন, “শুরুতে উইকেট স্লো ছিল, তবে পরে ব্যাটিং সহজ হয়েছে। তবে আমাদের ব্যাটিং ধসে পড়ায় বড় রান সম্ভব হয়নি।”
দলগত সমন্বয়ের ঘাটতির কথাও উল্লেখ করেন মোসাদ্দেক, “আমরা এখনো দল হিসেবে খেলতে পারছি না। ভুল কমিয়ে দল হয়ে খেলতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে।”
ঢাকার পরবর্তী ম্যাচগুলোতে মোমেন্টাম ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ।