আগামীকাল, শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হবে। এই বছর ইজতেমায় অংশ নেবেন তাবলিগ জামাতের শুরায়ী নেজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কর্মরত মুসল্লিরা।
প্রথম পর্বে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে পৌঁছাতে শুরু করেছেন। তারা তাদের নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। এই পর্বে দেশের ৪১টি জেলা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছেন, যার মধ্যে গাজীপুর, টঙ্গী, নাটোর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা সহ বেশ কিছু জেলা অন্তর্ভুক্ত রয়েছে।
ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, তাবলিগের মেহনত একটি গুরুত্বপূর্ণ দ্বীনের কাজ এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এটি আরও সার্থক হবে। ইজতেমার ময়দানে মুসল্লিদের বিশাল সমাগম হওয়ায়, টঙ্গীর মাঠের ১৬০ একর জায়গায় অবস্থান নেওয়া মুসল্লিদের জন্য কিছুটা কষ্টকর হয়ে পড়ে।