ভালোবাসা দিবসে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য আবেগঘন চিঠি লিখেছেন তার আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। কারাগারে থাকলেও তিনি প্রতি বছরই বিশেষ দিনে জ্যাকুলিনকে চিঠি পাঠান, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।
চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে ‘বেবি’ বলে সম্বোধন করে লিখেছেন, “ভালোবাসা দিবসের শুভেচ্ছা, প্রিয়তমা! এই বছরটি আমাদের জন্য আশার আলো নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি, এই দিনটি আমাদের একসঙ্গে কাটানো অসংখ্য ভালোবাসার দিনের শুরু।”
তিনি আরও লেখেন, “জ্যাকি, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। তোমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। তুমি আমার জন্য সেরা ভ্যালেন্টাইন, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।”
শুধু চিঠিই নয়, ভালোবাসা দিবস উপলক্ষে জ্যাকুলিনের জন্য এক ব্যতিক্রমী উপহারও দিয়েছেন সুকেশ। তিনি জানিয়েছেন, প্রেমিকার জন্য একটি বিলাসবহুল প্রাইভেট জেট উপহার দিয়েছেন, যেখানে জ্যাকুলিনের নামের আদ্যক্ষর ও জন্মতারিখ যুক্ত করা হয়েছে। কারণ, তিনি চান জ্যাকুলিন যেন পৃথিবীর যেকোনো প্রান্তে নিজের ইচ্ছেমতো যেতে পারেন।
কারাগারে থেকেও সুকেশের পক্ষ থেকে এমন উপহার ও চিঠি পাওয়া নতুন কিছু নয়। তিনি বিভিন্ন উৎসবে জ্যাকুলিনের জন্য দামি উপহার পাঠানোর খবর আগেও শিরোনাম হয়েছে। যদিও ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় কারাগারে থাকা সুকেশের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি কখনোই স্বীকার করেননি জ্যাকুলিন। তবে ভালোবাসা দিবসে এই চিঠি ও উপহার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।