জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে আর দায়িত্ব পালন করছেন না।
আজ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। সারজিস আলম বলেন, “ফাউন্ডেশনের গঠন ও কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে এবং এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করবে।”
তিনি আরও জানান, “আমি ২১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, এবং ৭ জানুয়ারি আমার সাইনিং অথরিটি হস্তান্তর করার মাধ্যমে অফিসিয়ালি দায়িত্ব শেষ করি।”
এছাড়া, সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন যে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮২৬ শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে এবং ১১ হাজার ভ্যারিফায়েড আহতদের মধ্যে প্রায় ২ হাজারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
তিনি জানান, যখন মনে হয়েছে, ফাউন্ডেশনের জন্য আরও সময় দেওয়া সম্ভব নয়, তখন তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন, এবং এটি তার কাছে দুর্বলতার নয়, বরং সৎ সাহসের বিষয়।