রান্না, মুঠোফোন সেবা, ইন্টারনেট ব্যবহার, ওষুধসহ নানা পণ্যের ওপর বাড়তি কর আরোপের ফলে মানুষকে নতুন করে বাড়তি খরচের সম্মুখীন হতে হবে। এলপি গ্যাস, বিদেশি ফল, রেস্তোরাঁর খাবার, মুঠোফোন রিচার্জ ও ইন্টারনেট বিলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে, সরকারের সিদ্ধান্তে শতাধিক পণ্য ও সেবায় মূসক ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য আরও আর্থিক চাপ সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পদক্ষেপ মানুষকে আরও আর্থিক সংকটে ফেলবে, এবং প্রয়োজনীয় পণ্যগুলোর দাম বাড়িয়ে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে।
সরকারের এই পদক্ষেপের ফলে, খাবার, ওষুধ, এলপিজি, মুঠোফোন সেবা, এবং অন্যান্য বিভিন্ন পণ্য-সেবার ওপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করা হয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের খরচে প্রভাব ফেলবে। বর্তমানে, বিশেষজ্ঞদের মতে, এই সময়ে ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সিদ্ধান্তটি খুবই অস্বাভাবিক, যেহেতু মূল্যস্ফীতি ইতিমধ্যেই অনেক উচ্চতায় পৌঁছেছে।