বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় আসা জিশান আলম এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী দলের ওপেনার হিসেবে খেলছেন। পাওয়ার হিটিং দক্ষতার জন্য পরিচিত এই ক্রিকেটার বিপিএলে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি। তবে তার সামর্থ্যে এখনও ভরসা রাখছেন দলের অধিনায়ক এনামুল হক বিজয়।
সাম্প্রতিক সময়ে এনসিএল টি-টোয়েন্টিতে সিলেট বিভাগের হয়ে চমৎকার পারফর্ম করেছিলেন জিশান। সেখানে ৭ ম্যাচে ৪০.১৪ গড় ও ১৫৮.৭৫ স্ট্রাইকরেটে ২৮১ রান করেন তিনি। কিন্তু বিপিএলে শুরুটা ভালো হয়নি তার। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফিরলেও বরিশালের বিপক্ষে ২৭ বলে ৩৮ রান এবং খুলনার বিপক্ষে ২৩ রান করে আভাস দিয়েছেন নিজের সামর্থ্যের।
জিশানের সামর্থ্য নিয়ে বিজয় বলেন, “ও যদি নিজের খেলার ধরনটা ঠিক রাখে, তাহলে দলে সে বড় চমক হিসেবে আবির্ভূত হতে পারে। বিপিএলে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমি মনে করি, জিশান এই চ্যালেঞ্জগুলো জয় করতে পারবে। তার মধ্যে সেই কোয়ালিটি আছে।”
এখন দেখার বিষয়, রাজশাহীর এই তরুণ তার সম্ভাবনা কতটা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। বিপিএল তার জন্য হতে পারে একটি বড় মঞ্চ।