জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার রাতে হলের পাশ থেকে এক ইন্টারনেট কর্মচারীর নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম প্রীতম রায় (২৩), যিনি মাদারীপুর জেলার বাসিন্দা এবং ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মচারী ছিলেন।
জানা গেছে, রাত ১০টার দিকে প্রীতমসহ চারজন কর্মচারী ইন্টারনেট মেরামতের কাজে হলে আসেন। প্রীতম হলের এ-ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন এবং বাকিরা হলের অন্যদিকে ছিলেন। পরে তাকে খুঁজে না পেয়ে, খোঁজাখুঁজির এক পর্যায়ে হলের পেছনের অংশে মাটিতে নিস্তেজ অবস্থায় তাকে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, প্রীতম ছাদ থেকে পড়ে গেছেন।
মাস্টারনেটের মালিক মো. রুবেল জানান, রাতের সময়ই ইন্টারনেট মেরামতের কাজ করা হত, কারণ দিনের বেলায় শিক্ষার্থীরা কক্ষে থাকেন না। প্রীতম রাত ১১টার দিকে ফোনে জানান, তিনি দুটি লেজার মেরামতের কাজ করেছেন এবং আরও দুটি বাকি আছে। তারপর থেকে তার আর কোন সাড়া পাওয়া যায়নি।
মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাহমুদুর রহমান জানান, হয়তো ছাদের চিলেকোঠার কার্নিশ ধরে ওপরে উঠতে গিয়ে প্রীতম পড়ে গেছেন, কারণ সেখানে কার্নিশের ইট ভাঙা পাওয়া গেছে।