বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী আমীর ড. শফিকুর রহমান মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে বৈঠক করেছেন। এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে নির্বাচন সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সমঝোতার উদ্যোগ ছিল।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, এটি একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে একান্ত আলোচনা ছিল। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে যে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে।
এই ছয়টি কমিশনের মধ্যে রয়েছে— নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি বিরোধী সংস্কার কমিশন, জন প্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।
জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পূর্বে যে মন্তব্য করেছিলেন, তা তুলে ধরেন শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা শনিবার ব্রিটিশ সংসদ সদস্য রুপাত হুকের সঙ্গে আলাপে আশ্বাস দিয়েছেন যে, আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে।
এছাড়া, তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে: ডিসেম্বর ২০২৫ অথবা ২০২৬ সালের মধ্যভাগ। নির্বাচন তারিখ নির্ধারণ হবে জনগণের কতটা সংস্কার প্রয়োজন তার ভিত্তিতে।