জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও বন্ধন সর্বদাই প্রশংসিত। এই সম্পর্ককে আরও দৃঢ় করতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এর আগে ঢাকায় ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। এবার সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাবিয়ান ফুটসাল টুর্নামেন্ট।
আজ শুক্রবার মিরপুরের পল্লবীতে স্পোর্টস অ্যারেনায় বিভাগভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হবে। দুই দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল হবে শনিবার রাতে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। সাতজনের এই ফুটসাল ম্যাচের শিরোপার লড়াই জমবে ফাইনালে।
ট্রফি উন্মোচন ও সম্মাননা প্রদান
টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার রাতে রাজধানীর ফ্যালকন হলে জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে ৪০তম ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
শুধু প্রতিযোগিতাই নয়, দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু গুণী সাবেক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— ২০১২ অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহনকারী সাঁতারু মাহফিজুর রহমান সাগর, সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, সুজিত ব্যানার্জি চন্দন, হিরু, শামীম, মঞ্জু, রবি, ফারুক, আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুল প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে সাখাওয়াত হোসেন শিপন, দেবাশীষ চ্যাটার্জি ও জোসী তাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন।
এছাড়া ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতির জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরাফাত জোবায়ের-কে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
স্মৃতিচারণ ও কৃতজ্ঞতা প্রকাশ
জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের খেলাধুলার স্মৃতি স্মরণ করেন। আম্পায়ার মুকুলকে সবাই ক্রিকেটার হিসেবে চিনলেও, তার শিক্ষাজীবন কেটেছে ফুটবলের সঙ্গেই। পেশাগত ও পারিবারিক ব্যস্ততার মাঝেও বিশ্ববিদ্যালয়ের সাবেকদের একত্রিত করে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা।
এই আয়োজনের মূল পৃষ্ঠপোষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাই। টুর্নামেন্ট পাওয়ার্ড বাই পিএসএল এবং স্পন্সর করেছে সিটি ব্যাংক।
গ্রুপভিত্তিক দলবিন্যাস
গ্রুপ এ: বাংলা, গণিত, ফার্মেসি, আইবিএ।
গ্রুপ বি: সরকার ও রাজনীতি, প্রত্নতত্ত্ব, ভূগোল, পরিবেশ বিজ্ঞান।
গ্রুপ সি: সিএসই, ইংরেজি, নাটক ও নাট্যতত্ত্ব, পরিসংখ্যান।
গ্রুপ ডি: দর্শন, ইতিহাস, অর্থনীতি, পদার্থ।
এই টুর্নামেন্টের মাধ্যমে জাবিয়ানদের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।