বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে তাদের অংশগ্রহণ নিয়ে ছাত্রদলের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, যখন ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে জুলাই আন্দোলন চলছিল, তখন ছাত্রদল বৈষম্যবিরোধী ব্যানারে কেন অংশ নিয়েছিল? সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত কোন নীতির ভিত্তিতে নেওয়া হয়েছিল এবং তখন কেন এই প্রশ্ন ওঠেনি?
বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব প্রশ্ন তোলেন। এর আগে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশগ্রহণের নীতিগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলন নিপীড়িত ও বঞ্চিত ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিপ্লব, যা স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছিল। তখন ছাত্রদলসহ দেশের সকল ছাত্রসংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাস্তায় নেমেছিল। সেই সংগ্রামে অনেক তরুণ-তরুণী প্রাণ হারিয়েছেন, যা আন্দোলনকে নৈতিক ও আত্মিক ভিত্তি দিয়েছে। তাই এই আন্দোলনের প্রতিনিধিদের সংলাপে অংশগ্রহণ করা পুরোপুরি যৌক্তিক।
তিনি আরও বলেন, যারা এখন আন্দোলনের ঐক্য ও মৌলিক ভিত্তি প্রশ্নবিদ্ধ করতে চাইছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো জুলাই বিপ্লবের প্রধান শক্তি, যা রাষ্ট্রীয় পুনর্গঠনের স্বীকৃত অংশ। কেউ এই প্ল্যাটফর্মকে ছোট করতে পারবে না।
তিনি সতর্ক করে বলেন, মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে কেউ যদি আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করে, তাহলে তা প্রতিরোধ করা হবে। ফ্যাসিবাদের পতন নিশ্চিত এবং গণজাগরণ অপ্রতিরোধ্য। বিজয় আমাদেরই হবে!