বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। এক বছরেরও বেশি সময় ধরে দল থেকে দূরে থাকা এই ওপেনার পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির ইউটিউব ব্লগে বিষয়টি পরিষ্কার করেন। আফ্রিদি তাকে সরাসরি প্রশ্ন করেন, তিনি অবসর নিয়েছেন কিনা। জবাবে তামিম বলেন, “জাতীয় দল থেকে। জাতীয় দলে আর খেলছি না।”
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ফেরার গুঞ্জন শোনা গেলেও তিনি নিজে জানিয়েছেন, বিসিবি তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, এবং তিনিও এ বিষয়ে উদ্যোগ নেননি। বিপিএলে খেলার সময় তামিম ইঙ্গিত দিয়েছিলেন যে, জাতীয় দল নিয়ে তিনি আর ভাবছেন না।
এদিকে আফ্রিদি মজা করে তামিমকে জিজ্ঞেস করেন, তিনি কি রাজনীতিতে আসবেন। তামিমও পাল্টা প্রশ্ন করেন একই বিষয়ে। জবাবে আফ্রিদি বলেন, “তোমাদের অবস্থা দেখে তো মনে হয়, আমি রাজনীতিতে আসব না।”
তামিমের এই মন্তব্য তার ভক্তদের জন্য হতাশার হলেও তিনি যেন নিজের সিদ্ধান্তে অনড়।