বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জায়গা না পাওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকরা। বিশেষ করে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারতের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়ায় মঙ্গলবার (১৮ মার্চ) বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন কিছু ফুটবলপ্রেমী। সাধারণত বাফুফে কর্মকর্তাদের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দেখা গেলেও, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে ফেরানোর দাবিতে সমর্থকদের আন্দোলন সাম্প্রতিক সময়ে এই প্রথম।
প্রাথমিক স্কোয়াডে থাকা সত্ত্বেও স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আকস্মিকভাবে ফাহমিদুলকে বাদ দেওয়ায় শুরু থেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। বিকেলের দিকে কিছু ফুটবলপ্রেমী সরাসরি বাফুফে ভবনের সামনে উপস্থিত হয়ে ‘ফাহমিদুল, ফাহমিদুল’ স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, দল নির্বাচনে কোনো সিন্ডিকেট যেন কাজ না করে এবং যোগ্য খেলোয়াড়দের বাছাই করা হয়। পাশাপাশি কোচ ক্যাবরেরার সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন তারা।
বিক্ষোভকারীরা শুধু প্রতিবাদ জানিয়েই থেমে থাকেননি, বরং ইফতারের সময়ও তারা অবস্থান ধরে রাখেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যাওয়ার পরিকল্পনা করেন।
এদিকে, আগামীকাল (১৯ মার্চ) বাংলাদেশ দলের চূড়ান্ত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। ২০ মার্চ দল ভারত সফরে যাবে, যেখানে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সমর্থকদের আন্দোলন ফাহমিদুলের ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।