রাজধানীর ডেমরার মীরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আবদুল আউয়াল (৬০) ছোট ভাই আবদুল মতিনের কিল-ঘুষিতে নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে জানিয়েছেন, তাঁদের নামে জমির দলিল চাওয়ায় ছোট চাচা মতিনের সঙ্গে তাঁর বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মতিন কিল-ঘুষি মারলে তাঁর বাবা মারা যান।
ডেমরা থানার ওসি জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।