নিজের শিকড়ের টানে বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে নিজ বাড়িতে পৌঁছান তিনি। বিকেল ৩টার দিকে তার গাড়িবহর পুটিজুরি বাজারে পৌঁছালে হাজারো মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়।
গাড়ির ছাদ খুলে বাইরে আসেন হামজা, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেও ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। বিকেল ৩টা ৩৫ মিনিটে নিজ বাড়িতে পৌঁছালে, বাড়ির আঙিনায় মানুষের ঢল নামে। বাড়ির বেড়া টপকে অনেকেই ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা ফুল ছিটিয়ে, ফিতা কেটে, মালা পরিয়ে হামজাকে ও তার স্ত্রীকে বরণ করেন। পরে বিকেল ৪টা ৩৫ মিনিটে জনতার সাথে দেখা করতে বাড়ির পাশের মঞ্চে উঠেন হামজা। উপস্থিত ভক্তরা তার নামে স্লোগান দিতে থাকেন।
হামজা মঞ্চে উঠে হাত নেড়ে শুভেচ্ছা জানান, সালাম দেন, তারপর উচ্চস্বরে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগান দেন। মুহূর্তেই হাজারো কণ্ঠে তার সঙ্গে মিলে যায় গর্জন— ‘বাংলাদেশ-বাংলাদেশ’। সেই স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ, আবেগে ভাসে উপস্থিত জনতা।