বিখ্যাত নির্মাতা ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’ গত ১৭ বছর ধরে ঈদে ঈদে টিভি পর্দায় আসছে। জনপ্রিয় এই সিরিজের মূল চরিত্র ছোটকাকু, যিনি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়, আবারও ফিরছেন রহস্যভেদ করতে। এবার নির্মিত হচ্ছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’, যা ওয়েব ফিল্ম হিসেবে তৈরি হলেও, সিরিজ আকারে প্রচারিত হতে পারে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে যে, নতুন পর্বের নাম ‘মিশন মুন্সীগঞ্জে’ এবং এর পরিচালনায় আছেন অনিমেষ আইচ।
আফজাল হোসেন ছোটকাকুর চরিত্রে অভিনয় করছেন, যা তার জীবনে একটি বিশেষ স্থান করে নিয়েছে। সিরিজটি এবার আরও বড় আঙ্গিকে নির্মিত হয়েছে এবং শুটিং ইতিমধ্যেই শেষ। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই জানা যাবে এটি সিনেমা হিসেবে মুক্তি পাবে নাকি সিরিজ আকারে প্রচারিত হবে।