অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যখন নিজের ভাইদের পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়াতে দেখি, তখন ভীষণ হতাশা ও আতঙ্ক অনুভব করি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ উদ্বেগের কথা জানান।
তিনি লিখেছেন, অতীতে আওয়ামী লীগের শাসনামলে কোনো সংঘর্ষ হলে আইনশৃঙ্খলা বাহিনী নির্দ্বিধায় তাদের পক্ষ নিত, ফলে প্রতিপক্ষ সহজেই পিছিয়ে যেত। কিন্তু বর্তমানে প্রশাসন বিভক্ত, কোনো দলই একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। তাই ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হলে কোনো পক্ষ সহজে হার মানবে না। বরং উভয়েই একে অস্তিত্বের লড়াই হিসেবে দেখবে, যা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
আসিফ নজরুল আরও বলেন, জীবনে কখনো ভয় অনুভব করিনি, সব হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কিন্তু যখন দেখি ছাত্ররা পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তখন সত্যিকার অর্থেই ভীত হয়ে পড়ি। মাত্র ছয় মাস আগেও যারা একসঙ্গে টিয়ারগ্যাস ও রাবার বুলেটের শিকার হয়েছিল, তারাই আজ একে অপরের শত্রু হয়ে উঠেছে—এটা মেনে নেওয়া কষ্টকর।
তিনি উল্লেখ করেন, ছাত্রদল ও ছাত্রশিবির নিজেদের অফিসিয়াল প্যাডে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে হুমকি দিচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের ইঙ্গিত দেয়। তাই তাদের মূল সংগঠনগুলোর সিনিয়র নেতাদের উচিত দ্রুত হস্তক্ষেপ করে এই উত্তেজনা নিরসন করা।
পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আল্লাহ সবাইকে হেফাজত করুন, সঠিক বোধ ও বিবেক দিন। আমিন।”