লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকলেও রিয়াল মাদ্রিদ হোঁচট খেল রিয়াল বেটিসের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেদের আক্রমণভাগ কার্যত নিষ্প্রভ ছিল। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় বরণ করতে হয় কার্লো অ্যানচেলত্তির শিষ্যদের।
শনিবার রাতে শুরু হওয়া ম্যাচের ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজের গোলে লিড নেয় রিয়াল। তবে ৩৪ মিনিটে কর্নার থেকে জনি কারদোসোর দুর্দান্ত হেডে সমতায় ফেরে বেটিস। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিকরা, যার ফলস্বরূপ রিয়ালের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারের ভুলে পেনাল্টি পায় বেটিস। স্পট কিক থেকে ইসকো গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
পুরো ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থাকলেও রিয়ালের আক্রমণভাগ একেবারেই ধারহীন ছিল। ৯টি শট নিলেও মাত্র দুটি ছিল লক্ষ্যে। ভিনিসিয়ুস ও এমবাপ্পে নিজেদের ছন্দ খুঁজে পাননি, ফলে দলে আক্রমণাত্মক ফুটবলের ঘাটতি স্পষ্ট ছিল।
এই হারে লিগ টেবিলে পিছিয়ে গেছে রিয়াল। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তারা এখন তিন নম্বরে। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট, আর এক ম্যাচ কম খেলা বার্সেলোনাও রিয়ালের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। মৌসুমের বাকি ম্যাচগুলোতে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে দ্রুতই ছন্দে ফিরতে হবে অ্যানচেলত্তির দলকে।