আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল—নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে এখনো নিশ্চিত হয়নি, কোন দল কার মুখোমুখি হবে।
গতকাল (শনিবার) ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, তবে বাকি দুই ম্যাচে জয় তুলে নেয় টেম্বা বাভুমার দল। ইতোমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের সেমিফাইনাল ম্যাচের ভেন্যু ও সময় নির্ধারিত হয়ে গেলেও তাদের প্রতিপক্ষ নির্ভর করছে আজকের (রোববার) ম্যাচের ফলাফলের ওপর।
আজ দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে যে দল জয় পাবে, তারা ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে। ভারত যদি জয়ী হয়, তবে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানারআপ অস্ট্রেলিয়া। অন্যদিকে, যদি নিউজিল্যান্ড জয় পায়, তাহলে ভারত ‘এ’ গ্রুপের রানারআপ হিসেবে সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ভারতীয় দল চলমান টুর্নামেন্টের সব ম্যাচই খেলছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনালে উঠলে, সেখানেই শিরোপার লড়াইয়ে নামবে রোহিত-কোহলিরা। ভারতের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। প্রতিপক্ষ নির্ধারিত না হলেও, সম্ভাবনা আছে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার।
এদিকে, দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আজকের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষেই জানা যাবে, দ্বিতীয় সেমিফাইনালে কোন দুটি দল মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ মার্চ, দুবাই (যদি ভারত ফাইনালে ওঠে) অথবা লাহোরে। ফাইনালসহ দুই সেমিফাইনালের জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে।
এখন অপেক্ষা শুধু ভারত-নিউজিল্যান্ডের লড়াইয়ের। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালের চূড়ান্ত লাইনআপ।