চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক এক মাস আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) উন্মোচন করেছে বিশেষ একটি সাদা ব্লেজার। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই পোশাকটি প্রকাশ করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। ঐতিহাসিক এই ব্লেজারটি ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহলের ঝড় তুলেছে।
জ্যাকেটটি উন্মোচনের সময় ওয়াসিম আকরাম বলেন, ‘এই ব্লেজার চ্যাম্পিয়নদের অর্জন এবং ধারাবাহিক পারফরম্যান্সের প্রতীক। চ্যাম্পিয়ন্স ট্রফি এমন একটি টুর্নামেন্ট যেখানে সেরা দলকেই বিজয়ী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি কেবল একটি পোশাক নয়, বরং চ্যাম্পিয়নদের সর্বোচ্চ মর্যাদার স্মারক।’ বোঝাই যাচ্ছে, টুর্নামেন্ট শেষে সেরা দলের ক্রিকেটাররা এই ব্লেজার পরিধান করবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে নানা জটিলতার পর চূড়ান্তভাবে পাকিস্তানের তিনটি ভেন্যু এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেওয়া হয়েছে। পাকিস্তানে খেলতে অনীহা প্রকাশ করার পর ভারত এবং পাকিস্তান উভয়েই হাইব্রিড মডেলে সম্মত হয়।
আইসিসি প্রকাশিত ভিডিওটি ক্রিকেটপ্রেমীদের মনে বাড়তি উত্তেজনা জাগিয়েছে। ‘আইকনিক সাদা ব্লেজারটি ফিরে এসেছে’ শিরোনামের ভিডিওতে ওয়াসিম আকরাম পূর্ণাঙ্গ শুট পরা অবস্থায় চ্যাম্পিয়নস ট্রফির ব্লেজার নিয়ে হাজির হন। ভিডিওতে ব্লেজারের ডিজাইন এবং প্রতীকী দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে ১৯৯২ সালের ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয়, ২০১৮ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ উদ্যাপন এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তানের উদ্যাপনের মুহূর্তগুলো স্থান পায়।
তবে ভিডিওতে ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতি বেশি ছিল। বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিং মুহূর্তগুলোকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশি ক্রিকেটের অংশগ্রহণ ছিল একেবারেই সীমিত।
চ্যাম্পিয়ন্স ট্রফির এই সাদা ব্লেজার শুধু একটি পোশাক নয়, এটি চ্যাম্পিয়ন দলের মর্যাদা এবং ক্রিকেটীয় ঐতিহ্যের বিশেষ প্রতীক।